বিশেষ প্রতিনিধি, মোঃ আবু সাইদ।।
যুক্তরাজ্যে ট্রান্সজেন্ডার এক নারীকে হত্যা করায় ১৬ বছর বয়সী দুজন বিচারের মুখোমুখি হয়েছে। আজ শুক্রবার অভিযুক্ত দুজনের বিচারের রায় হওয়ার কথা রয়েছে।
ছুরিকাঘাত করে নৃশংস এই হত্যাকাণ্ড ও বিচারের ঘটনা সংবাদমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনাটি গত বছরের ফেব্রুয়ারির। যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়ারিংটন নামে একটি শহরে ১৬ বছর বয়সী ট্রান্সজেন্ডার নারী ব্রিয়ান্না ঘেকে হত্যা করা হয়। একটি পার্ক থেকে উদ্ধার করা হয় ব্রিয়ান্নার মরদেহ।
মাথা, ঘাড়, বুক আর শরীরের পেছনের অংশে ২৮ বার ছুরিকাঘাত করে ব্রিয়ান্নাকে হত্যা করা হয়েছিল। ওই সময় এই হত্যাকাণ্ড দেশি-বিদেশি সংবাদমাধ্যমে শোরগোল ফেলে দেয়। স্তম্ভিত হন যুক্তরাজ্যবাসী।
ব্রিয়ান্নাকে হত্যার অভিযোগ ওঠে ১৫ বছর বয়সী দুজনের বিরুদ্ধে। এই দুজনের বয়স এখন ১৬ বছর। যুক্তরাজ্যে অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তদের নাম-পরিচয় প্রকাশ করা হয় না। তবে বিচারক সম্মত হওয়ায় আজ রায় ঘোষণার পর দুজনের নাম প্রকাশ করা হবে।