ব্যালন ডি’অরের রাতে বোনমাতি ও ইয়ামালের বিশেষ মুহূর্ত ছিল। দুজনই বার্সেলোনার খেলোয়াড়, তাই তাঁদের মধ্যে নানা বিষয়ে কথোপকথনও হয়েছে। একপর্যায়ে বোনমাতি তাঁর সোনার ট্রফিটি ইয়ামালকে ছুঁয়ে দেখতে বলেন। কিন্তু ইয়ামাল বিনয়ের সাথে তা করতে অস্বীকৃতি জানান।
পাকিস্তানের বিশ্বকাপ শেষ। ইংল্যান্ডের কাছে হেরে পাকিস্তান বিশ্বকাপ শেষ করেছে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থেকে। বিশ্বকাপ শেষে পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বাবর আজম কি অধিনায়ক হিসেবে থাকছেন?
লিগ বদলেছে, দল বদলেছে, কিন্তু বদলাননি হ্যারি কেইন। বদলায়নি তাঁর গোল করার ধারাও। বুন্দেসলিগায় হেইডেনহেইমের বিপক্ষে এবার জোড়া গোল করলেন কেইন। তাঁর জোড়া গোলে বায়ার্ন জিতেছে ৪-২ ব্যবধানে। এই জয়ে বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বায়ার্ন এবং এর মধ্য দিয়ে কেইন ভাঙলেন বুন্দেসলিগার গোলের একটি রেকর্ডও।