| বঙ্গাব্দ
ad728
ad728

কুফা লাগবে বলে’ ব্যালন ডি’অর ছুঁয়েও দেখেননি ইয়ামাল

রিপোর্টারের নামঃ মোঃ আবু সাইদ
  • আপডেট টাইম : 01-11-2024 ইং
  • 8405 বার পঠিত
কুফা লাগবে বলে’ ব্যালন ডি’অর ছুঁয়েও দেখেননি ইয়ামাল
ছবির ক্যাপশন: "Lamine yemel Younstar with Rodri"

প্যারিসের থিয়েটার দু শাতলেতে ছিল এক আড়ম্বরপূর্ণ রাত, যেখানে স্পেনের জয়জয়কার ছিল স্পষ্ট। ব্যালন ডি'অর পুরস্কারে ১০টি ক্যাটাগরির মধ্যে ৭টিই জিতেছেন স্প্যানিশ খেলোয়াড়রা বা স্প্যানিশ ক্লাবের প্রতিনিধিরা। স্পেনের রদ্রি এবং আইতানা বোনমাতি জিতেছেন ছেলে ও মেয়েদের ব্যালন ডি'অর। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা জিতেছে সেরা ক্লাবের পুরস্কার, রিয়ালের কার্লো আনচেলত্তি হয়েছেন সেরা কোচ, আর স্পেন নারী দলের ফরোয়ার্ড জেনি হেরমোসো পেয়েছেন সেরা দাতব্য কাজের স্বীকৃতি। এছাড়াও, বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল জিতেছেন বর্ষসেরা তরুণ ফুটবলারের কোপা ট্রফি।

এমন স্বীকৃতির রাতে স্প্যানিশদের আনন্দে রঙিন হয়ে উঠেছিল থিয়েটার দু শাতলে। একসঙ্গে তাঁরা পুরস্কার হাতে ছবি তুলেছেন স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে।

ব্যালন ডি’অরের রাতে বোনমাতি ও ইয়ামালের বিশেষ মুহূর্ত ছিল। দুজনই বার্সেলোনার খেলোয়াড়, তাই তাঁদের মধ্যে নানা বিষয়ে কথোপকথনও হয়েছে। একপর্যায়ে বোনমাতি তাঁর সোনার ট্রফিটি ইয়ামালকে ছুঁয়ে দেখতে বলেন। কিন্তু ইয়ামাল বিনয়ের সাথে তা করতে অস্বীকৃতি জানান।

সম্প্রতি ক্রীড়া দৈনিক দিয়ারিও স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে এই স্মৃতির কথা শেয়ার করেছেন দুইবারের ব্যালন ডি'অরজয়ী বোনমাতি। তিনি বলেন, "ও আমাকে জিজ্ঞেস করেছিল, বলে আমার নাম লেখা আছে কি না। আমি বললাম, নাম লেখা আছে। এরপর আমি তাকে বললাম, সে এটি ছুঁয়ে দেখতে চায় কি না। তখন সে বলল, ‘না, না।’ মনে হলো, সে এটাতে কুফা লাগাতে চায়নি।"

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ মুহূর্তের সংবাদ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় Tarasoft Solutions